ভাগ্য তোমার রাজার রাণী
তাই হলে তার ঘরনি,
তালপাতার ঘর আমার জানি
তাই হারালাম মরমি।


দোষ খুঁজি না অন্য কারো'র
নাই জানালে প্রণতি,
মেনেই নিলাম হয়তো আমার
এটাই ছিলো নিয়তি।।
তাই বলে কী বন্ধই রবে
আমার প্রেমের সরণি …
তালপাতার ঘর আমার জানি
তাই হারালাম মরমি……


রাখছি খোলে মনের দুয়ার
পড়লে এসো স্মরণে,
এই জীবনে না এলে হায়
ফল হবে কী মরণে।।
জানইতো বেশ তুমিই ছিলে
আমার দুই নয়নমণি…
তালপাতার ঘর আমার জানি
তাই হারালাম মরমি……