নাই যদি হবে মোর প্রাণের আপন
দাঁড়ালে কেন সেদিন সমুখে আমার?
করেছিলে আঁখি দুটি কেন ছলছল।।
তখনো আকাশে ছিলো তারাগুলো জেগে
আধো জোছনায় তুমি তাকালে আবেগে।।
অভিপ্রায়ে ছিলো যদি বিরহ দেবার
কেনো অশ্রু বানে ওগো ভেজালে কাজল……
নাই যদি হবে মোর প্রাণের আপন
দাঁড়ালে কেন সেদিন সমুখে আমার?
করেছিলে আঁখি দুটি কেন ছলছল।
যাবার বেলায় অতি ভালোবেসে প্রিয়
হাত ধরে বলেছিলে ওগো চিঠি দিও-
যাবার বেলায় অতি ভালোবেসে প্রিয়।
সেই তুমি কী প্রয়াসে নিজেকে লুকালে
বিরহ সায়রে মোরে কেনো যে ডুবালে।।
জানোই যদি রবে না জীবনে আমার
পরেছিলে কেন চোখে প্রেমেরি কাজল…
নাই যদি হবে মোর প্রাণের আপন
দাঁড়ালে কেন সেদিন সমুখে আমার?
করেছিলে আঁখি দুটি কেন ছলছল।
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
১৮-০২-২০২৫ ইং
দুপুর :- ০১ঃ০৫
হালুয়াঘাট,ময়মনসিংহ।