কুসুম বাগে কে এলো ঐ ঘুঙুর পায়ে নীল পরী,
তার ছোঁয়াতে উঠলো ভরি ঝরে যাওয়া মঞ্জরি;
সেই শোভাটি দ্যাখছে চেয়ে,
ওলিরা সব হুমড়ি খেয়ে,
সেই খুশিতে পাগলপারা তাই সবে এক সুর ধরি
কুসুম বাগে কে এলো ঐ ঘুঙুর পায়ে নীল পরী।
নাচে সুরে মন মাতিয়ে ক্যান্ দূরে রও কিন্নরী,
চাই গো অচিন জনম ধরেই তোমার পথেই পথ ধরি;
যেওনা কো একটু দাঁভাও,
ধরতে গেলে কেন লুকাও,
চিনতে তোমায় পায়নি গো কেউ ছিল যত কিঙ্করী
কুসুম বাগে কে এলো ঐ ঘুঙুর পায়ে নীল পরী।
ওগো অচিন তুমি বিনে প্রাণটা যে মোর যায় মরি,,
নিদাঘ প্রাণের উদাস বেলায় তুমিই যে সুর লহরি;
সুরের মায়ায় হৃদয় ভোলাও,
দুখ ভোলানো সুরটি শেখাও,
তোমার প্রাণের সুরটি র'বে মোর হৃদয়ে গুঞ্জরি,
কুসুম বাগে কে এলো ঐ ঘুঙুর পায়ে নীল পরী।