গহন রাতের এই আঁধারে
কে এলে গো দ্বারে,
নাম টি ধরে কে গো তুমি
ডাকিলে আমারে।
রিক্ত প্রাণের কী আছে আজ
সাজাই বরণ ডালা,
ফুলগুলো সব হলো বাসি
ক্যামনে গাঁথি মালা।।
হৃদয় মাঝে উথাল-পাথাল
শূন্য হাতে ক্যামনে বরণ
করি গো তোমারে…
নাম টি ধরে কে গো তুমি
ডাকিলে আমারে…
ব্যথীর ব্যথা বাড়াও কেনো
এমন রাত দুপুরে,
বিষের বাঁশির সুরের আগুন
লাগলো অন্তপুরে।।
ওগো নিশির শিশির বিন্দু
তোমার প্রেমের শীতল জলে
ভিজিয়ো মনটারে…
নাম টি ধরে কে গো তুমি
ডাকিলে আমারে…