কালো বলে লয় না ঘরে
তাই কি বনে রয় কোকিল
কালো যদি মন্দ এতোই
তার সুরে ক্যান লাগে ঢিল।।
যেই সুরে মন হয় বিবাগী
হৃদয়েতে ভীষণ জ্বর
সেই বেদনের দহন জ্বলায়
অন্তর পুড়ে জর-জর।।
সুর যদি তার দুঃখই বাড়ায়
মনের ঘরে দাওনা খিল…
কালো যদি মন্দ এতোই
তার সুরে ক্যান লাগে ঢিল…
যার সুরে প্রাণ হয়'রে ব্যকুল
কেনো যে তার ধরো দোষ,
তার সুরেতেই মনটা দোলাও
চুপিচুপি হও যে খুশ।।
তবু তারে কালোই বলো।।
মন যদি হয় এলোমেলো
মনের ঘরে দাওনা খিল…
কালো যদি মন্দ এতোই
তার সুরে ক্যান লাগে ঢিল…