না আসিতে ফাল্গুন ঝরে গেলো কত ফুল
বর্বরতায় জীবন দিলো সময়ের বুলবুল।।


বিদগ্ধ সেই ফাল্গুন ফিরে এলো রূপে এক
নির্লজ্জ তুই পাষাণ দেবী মূঢ় হয়েই দ্যাখ।।
বুঝবি না তুই মায়ের বেদন শূন্য যাহার কোল
বর্বরতায় জীবন দিলো সময়ের বুলবুল……


সব হারানোর শঙ্কাতে আজ তরুণ বুকে ঝড়
সব মেধাবী বুক পেতেছে কর'রে গুলি কর।।
বুলেটে কী রোধ করা যায় প্রতিবাদীর বোল?
বর্বরতায় জীবন দিলো সময়ের বুলবুল……