আজকে যারাই রক্ত প্লাবন আনলে যেচে
সেই প্লাবনেই দম্ভ ওদের যাবেই ভেসে।।
এই পৃথিবীর কেউ কী আছে রয় অজেয়
কোন সে দম্ভে অন্য কে আজ করছো হেয়।।
মানুষের বুকে দিচ্ছো আঘাত খুব আয়েশে
ভাবছো কী দিন এমনি ভাবেই কাটবে হেসে।
আজকে যারাই রক্ত প্লাবন আনলে যেচে
সেই প্লাবনেই দম্ভ ওদের যাবেই ভেসে।।
রক্তের তৃষা তরুণ ঊষা ছাড় দিবে না
এই জুলুমের সময় হলেই শুধবে দেনা।।
ন্যায়ের দণ্ড যার হাতে রয় দ্যাখছে সে যে
তাঁর বিচারেই একদিন তুমি যাবেই ফেঁসে।
আজকে যারাই রক্ত প্লাবন আনলে যেচে
সেই প্লাবনেই দম্ভ ওদের যাবেই ভেসে।