হেলায় হেলায় হারালি তুই না হারানো ধন,
নির্বোধ কি আর চিনতে পারে মাণিক্য রতন।।
যারে পাওয়ার অসীম আশে বাঁধলি আশায় বুক,
কোন্ অভিমান পুষে রেখেই দ্যাখলি না তার মুখ।।
সেই খেদে সে আর কখনো ফেললো না চরণ
হেলায় হেলায় হারালি তুই না হারানো ধন……
খেলার ছলে ভাঙলি ও মন বড় পাষাণ তুই,
রইলো শূন্য ভর যৌবনার টুকরো বুকের ভুঁই।
ফিরলো সে যে শূন্য হাতেই হতাশ বুকের ঘর,
বুঝলো না সে কোন দোষেতে সবি হলো পর।।
তাই অভিমান জমছে তারও খুললো না তার মন
হেলায় হেলায় হারালি তুই না হারানো ধন……