গাইলে কে গো পথিক বাউল
আমার প্রাণের সুরে,
যে ব্যথা টি বাজায় আমায়
রাত্রি দুপুর ভোরে।।


অচিন বাউল জানলে ক্যামনে
আমার গোপন গীতি,
প্রতি নিশির শেষ প্রহরে
গাইতে আসো নিতি।।


জানই যদি মনের কথা
কেন তবে দূরে……
গাইলে কে গো পথিক বাউল
আমার প্রাণের সুরে।


ও বাউল আর বাড়াইওনা
তোমায় বুঝার জ্বালা,
হাত বাড়ালাম বন্ধ করো
লুকোচুরির পালা।


এসো মিলি একই সাথে
সুরের স্রোতে ভাসি,
ভুলবো দুঃখ সুরের মায়ায়
থাকবো পাশাপাশি।।


জেনে রেখো ঠাঁই টি তোমার
আমার অন্তঃপুরে……
গাইলে কে গো পথিক বাউল
আমার প্রাণের সুরে……