কার শুনি ঐ নিঙ্কন ধ্বনি বাজিছে কর্ণে মোর,
কোন সে তাপসী সুরের মাতম তুলিছে অন্তপুর;
                 সুর লহরির তরঙ্গ মনে,
            বাড়ায় তিয়াসা নিবিড় যতনে,
সেই সুরে আজ অন্তর মাঝে জাগিছে প্রেমের তোড়,
কার শুনি ঐ নিঙ্কন ধ্বনি বাজিছে কর্ণে মোর।


এলো কি প্রণয়ী শিউলির দোলে খোল সখী খোল দোর
জনম বিরহে কাটিছে একাকী নিশিদিন প্রিয়া মোর;
             অবশেষে এলে মোর বাতায়নে,
              রাখিস ধরিয়া তারে প্রাণপনে,
চাই না গো আর ঝরে যাক তার এমনি আঁখির লোর,
কার শুনি ঐ নিঙ্কন ধ্বনি বাজিছে কর্ণে মোর।      


এ বিরহ নয় একাকী তাহার হৃদে নিতি বাজে মোর,
জ্বলে যাই সদা দিবস রজনী তৃষিত অন্তপুর;
              মিলন বাসনা চিরকাল মনে,
              প্রতীক্ষা রত প্রমোদ কাননে,
আসিলে এবার ভাঙিবো তাহার ছিলো যতো মনে ঘোর,
কার শুনি ঐ নিঙ্কন ধ্বনি বাজিছে কর্ণে মোর।