কাজলা আঁখির বাঁকা চাওয়া কেনো ভালো লাগে,
কতোই মায়া তার নয়নে বুঝিনিতো আগে।।
ঐ নয়নে পড়লে আঁখি হারাই জ্ঞানের দিশা,
আঁখির আড়াল হলে পরে প্রাণে বাড়ে তৃষা।।
দিবানিশি সেই যে আমার হৃদয়েতে জাগে
কতোই মায়া তার নয়নে বুঝিনিতো আগে……
ও নয়নের তীক্ষ্ণ চাওয়ায় মরেছি গো আমি,
আমার মনের ব্যকুলতা জানে অন্তর্যামী …
আড় চোখে সে তাকায় যখন আঁখির আগে এসে
পড়লে আঁখি আঁখির তারার ছলকে যায় হেসে।।
তার ভাবনায় হৃদয়খানি ভরে অনুরাগে
কতোই মায়া তার নয়নে বুঝিনিতো আগে…