বাংলাতে জন্মেছি আমি
___
তাসরিন ইসলাম রিতু
বাংলাতে জন্মেছি আমি স্রষ্টারই ইচ্ছায়
মা বলে ডাক দিয়েছি বাংলা ভাষায়
কি অপরূপা দেশ আমার সবুজে সবুজে ঘেরা,
এই সবুজের মাঝে শহীদ রক্তে মাটি রাঙ্গালি, বাংলা আমার বাংলা তোমার আমরা বীর বাঙ্গালী
জয় বাংলার জয়।
নদীমাতৃক দেশ আমাদের নদীতে নৌকা ভাসে
এক এক রূপ এক এক রঙে ছয়টি ঋতু আসে
দীর্ঘতম সৈকত দেখো দক্ষিণ দিগন্তে
সুন্দরবনের পথ হারাবো মনের অজান্তে কবিগুরুর সোনার বাংলা খাটি সোনা এই মাটি
এই মাটিকে শহীদের মাতা অশ্রু জলে ভাসালি
বাংলা আমার বাংলা তোমার আমরা বীর বাঙ্গালী
জয় বাংলার জয়।
মায়ের মুখের মিষ্টি ভাষার সম্মান মোরা রেখেছি
ধর্ম-বর্ণ নির্বিশেষে যুদ্ধে নেমে গিয়েছি
মুসলিম হোক হিন্দুই হোক লড়েছি সবাই মিলে
লক্ষ্য সবার একই ছিল গিয়েছি বিভেদ ভুলে
আমরা বীরবাঙ্গালী আমরা শ্রেষ্ঠ জাতি
এই জাতির বীর জনতা কি ইতিহাস গড়লি বাংলা আমার বাংলা তোমার আমরা বীর বাঙ্গালী
জয় বাংলার জয়।