সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর,
দুঃখের বিনিময়ে বানাই সুখের বাড়ি ঘর।


আমি হলাম সুখের দেশের সুখী রাজার ভৃত্য,
  সওদা করি হরেক রকম সুখের পণ্য নিত্য।
সুখের দেশের রাজা আমায় সুখ বেচিবার ছলে,
যত পারি ইচ্ছে মতন দুঃখ নিতে বলে।
সুখের দেশে দুঃখ নাকি অনেক মনোহর,
সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর।


  সুখের দেশের মানুষ যারা- দুঃখ কি না'জানে,
অনুভূতির লেশ ফোঁটা নেই তাইতো তাঁদের প্রাণে।
সুখে সুখে ক্লান্ত সেথায়- বৃহৎ অমানুষ দল,  
সুখ যাহাদের সকল খানে স্থল কিংবা জল।
তাঁদের মনে গড়ার হেতু দুঃখের বাতিঘর,
সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর।


আমি আসি দুঃখ নিয়ে সুখ বেচিবার তরে,
সুখের দেশে দুঃখের পণ্যে দোকান খুলব ফিরে।
নিজের মত দুঃখ দিব সকল সুখী জনে,
পান করাব জীবন সুধা প্রতি ক্ষণে ক্ষণে।
বুঝিয়ে দিব দুঃখ ছাড়া জীবন অসুন্দর,
সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর।।