আপন পাপের বিচার যেজন করে
সেই জন পায় খোদারে...
বান্দিয়া হাওয়ার ঘর
নাও নিজেরও খবর
পূন্য করো পূন্য করো
পূন্য করো এই সংসারে
আপন পাপের বিচার.....
হাওয়ার একখান জীবন হাওয়ার ঘরে
পূন্য যদি ছাউনি তার পাপ অন্তরে
এই পাপ পূন্যের রীতি
বাড়ায় খোদারও প্রীতি
বুঝিয়া আপন ক্ষতি
ছাড়ো ছাড়ো ছাড়ো পাপেরে
আপন পাপের বিচার যেজন করে....
দোটানা জীবন তার নয় খানা দরজা
এক দেহের কেন করো এত পূজা?
করো আত্মার সন্ধার
পাবে খোদারও বিধান
বুঝিবে কল্যাণ
তোমার আপন অন্তরে-
আপন পাপের বিচার যেজন করে...
দম বন্ধ যখন হবে আপনার
কে করবে তোমায় লয়ে পারাপার?
দেখ কঠিন সে পুল
আর করিও না ভুল
বিধান মেনে চলো, চলো যাই হাশরে
আপন পাপের বিচার যেজন করে....