তুমি রহমান, তুমি মহিয়ান
তোমার কাছেই আছে অনুদান।
তুমি দয়াবান, তুমি নিগাবান
তুমিহীন প্রভু, বাঁচে না পরাণ।
পৃথিবী জাহান করিলে সৃজন
যে দিকে তাকাই ভরে যায় মন।
পৃথিবীর সবকিছু নেয় তোমার পিছু
খুশিতে করে গুনগান।
উঁচু নিচু পাহাড়ে ঝর্ণাধারা
আকাশের মাঝে কত গ্রহ তারা।
রবির আলো এসে চাঁদে বেড়ায় ভেসে
আলোকিত করে মনপ্রাণ।
সাগরে ঢেউ উঠে বাতাসে ভাসে
আকাশের শিশির জমিনে হাসে
নিপুণ হাতে তুমি গড়েছো এই ভূমি
তাই আমি গাই জয়গান।