রমজান এলে আমার দেশে
বাজার থাকে গরম
অন্য দেশে রমজান এলে
বাজার থাকে নরম।


তবে কী আজ দেশের মানুষ
খাচ্ছে অনেক ধোকা
আসলেই সব পেঠ পূজারী
দীন বিষয়ে বোকা।


রিজিক খেয়ে মানুষ বাঁচে
সেই মানুষই চরম
রমজান এলে আমার দেশে
বাজার থাকে গরম।


গরিব দুঃখীর চিন্তা মনে
নাইতো কবু আসে
অর্থ কড়ি পড়ে থাকে
কবর দেশের পাশে।


অবশেষে আফসোস আসে
পায় না প্রভুর করম
রমজান এলে আমার দেশে
বাজার থাকে গরম।