(ও মন) এমন ফল যেন গাছে না ফলে
দেখতে সুন্দর, তবু যায় না খাওয়া
ফেলে দিতে হয় যে জলে।।
(ও মন), কী লাভ এমন জনম হলে
গানে ভরা, তবু যায় না গাওয়া
বেতাল জনম যায় বিফলে।।


(ও মন) মণে মণে দুধ দেয় গাভী
মাখনসম, তবু যায় না পিয়া
দুফোঁটা চনা পড়লে গলে।
(ও মন) লাখো ফুল দেয় বিটপী
মনোহরা, তবু কাঁদায় হিয়া
যদি কাঁটায় ভরে রয় যে দলে।।


(ও মন) দিবানিশি ভজো প্রভু,
গভীর ধ্যানে, তবু যায় না পাওয়া
যদি হৃদে ভক্তি নাহি মিলে।
(ও মন) অনেক ভালোবাসো তবু
বয় না মনে ফাগুন হাওয়া
বিশ্বাস যদি না রয় দিলে।।