ভব নদী পার করো শ্রী হরি
হে জগন্নাথ আমি অনাথ
অসহায় দীন ভিখারী।।
মজায় মজে যৌবন গেলো
আমার না সুমতি হলো
তোমায় ভুলে দিন কাটালাম
এখন উপায় কি করি।।
দিন ফুরিয়ে সন্ধ্যা হলো
চোখে আধার নেমে এলো
অথৈ অকূল ভব নদী
পারের নাই কানা কড়ি।।
তুমি যে অগতির গতি
পরম দয়াল জগত পতি
অধম রাধাশ্যামকে পার করিতে
দাও তোমার চরণ তরি।।