তুমি
আও না ক্যানে রসবৃন্দাবনে রে
আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে?


বকুল ফুলটি বাসি হইলো
মধু কি শুকাইয়া গেল রে
বকুল ফুলটি বাসি হইলো
মধু কি শুকাইয়া গেল রে
তুমি না আসিয়া জানিলায় কেমনে রে
আনন্দের স্থানে...
শ্যাম তুমি আও না ক্যানে?
শ্যাম তুমি আও না ক্যানে?


ছয়ষট্টি কুল বৃন্দাবন
তার কুঞ্জে মজাইলাই মন রে
ছয়ষট্টি কুল বৃন্দাবন
তার কুঞ্জে মজাইলাই মন রে
তুমি রাধারে কান্দাইয়া সাজলা পাষান রে
আনন্দের স্থানে...
শ্যাম তুমি আও না ক্যানে?
শ্যাম তুমি আও না ক্যানে?


ভাইবে রাধারমণ বলে-
ভাসাইলাম বুক নয়ন জলে রে
ভাইবে রাধারমণ বলে-
ভাসাইলাম বুক নয়ন জলে রে
আমি তোমার কথা রাখিয়া মনেতে রে
আনন্দের স্থানে...
শ্যাম তুমি আও না ক্যানে?
শ্যাম তুমি আও না ক্যানে?
আও না ক্যানে রসবৃন্দাবনে রে
আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে?
শ্যাম তুমি আও না ক্যানে?