শ্যাম দেও আনিয়া গো বৃন্দে গো
বৃন্দে শ্যাম দেও আনিয়া
আমার মনপ্রাণ আঁখি জুড়াই
কার মুখ পানে চাইয়া গো ।।
শ্যাম দেও আনিয়া গো....


সারা নিশি সয্যা পাতি গো
কান্দি সেবার জিনিস লইয়া
কত চিন্তার বাজার বইসা আছে গো
আমার হৃদয়ও জুড়িয়া ।।
বৃন্দে শ্যাম দেও আনিয়া....


নারী জাতি অল্প মতি গো
ভুলায় শ্যামের বাঁশি দিয়া
হে গো কোন বিধাতা বন্দে রাখলো
কোন সে পাষাণ দিয়া গো ।।
বৃন্দে শ্যাম দেও আনিয়া....


ভাইবে রাধা রমণ বলে গো বৃন্দে
মনেতে ভাবিয়া
এই জনম গেল রাধার
কান্দিয়া কান্দিয়া গো ।।
বৃন্দে শ্যাম দেও আনিয়া....