মা তুই জলে না যাইও
ও হে কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা,
মা তুই জলে না যাইও ।।


ও কি ও
না যাইও না যাইও রাধে কদমতলা দিয়া
কানাই পাতিছে ফান্দো রাধিকা লাগিয়া,
মা তুই জলে না যাইও ।।


ও কি ও
হাটত না যাও বাটত না যাও, ঘাটত না যাও লাজে
আইলো তায় রাকিছে এ নাম কলঙ্কিনি রাধে
মা তুই জলে না যাই ও ।।


ও কি ও
না যাইও না যাইও রাধে, যমুনা বহু দুর,
হাটিয়া যাইতে রাধে পরিছে নুপুর,
মা তুই জলে না যাইও ।।