বিনোদিনী গো...
ও তোর বৃন্দাবন
কারে দিলি রাধে গো ।।


পুরুষ জাতি সুখের সাথি
জগত জুড়ে এই কি আতি
কান্দিলে কি হবে...
তুমি না শুনিয়া না বুঝিয়া গো
বিনদিনী আগুনে ঝাপ দিবে
কেন আগুনে ঝাপ দিবে ।।


জলের ছলে কদম তলে
যাইতে গো রাই নানান কলে
নিষেধ না মানিলে...
এখন সখিগণও সংগে লইয়া গো
কোন ঘাটে জল ভরবে
তুমি কোন ঘাটে জল ভরবে ।।


অষ্ট সখি পশুপাখি
সবে করে ডাকাডাকি
কান্দে গো রাই সবে
কান্দে নিকুঞ্জবন রসিকের মন
চরণ ছাড়া হবে ।।