আমি কৃষ্ণ কোথায় পাই গো,
বল গো সখি কোন বা দেশে যাই
আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী
আমি নগরে বেড়াই গো ।।
বল গো সখি কোন বা দেশে যাই...


সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রা যাই
আমি শুইলে স্বপন দেখি
আমি শ্যাম লইয়া বেড়াই গো ।।
বল গো সখি কোনবা দেশে যাই...


আপন জেনে প্রাণ বন্ধুরে
হৃদয়ে দিলাম ঠাঁই
আমার ছিল আশা দিল দাগা
আমার আর প্রেমে কাজ নাই গো ।।
বল গো সখি কোন বা দেশে যাই...


ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
আমি পাইলে শ্যামরে ধরবো গলে
আর ছাড়াছাড়ি নাই গো ।।
বল গো সখি কোন বা দেশেতে যা...