আমারে যে রেখে গেল উদাসি বানাইয়া গো
কালা প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া ।।


কে বাজাইয়া যায় রে বাঁশি রাজপন্থ দিয়া
আমার মনে লয় তার সংগে যাইতাম
কুলও মান ছাড়িয়া গো ।।


বাঁশিটি বাজাইয়া বন্ধে রাখলো কদম ডালে
নিলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে গো ।।


( আষ্ট আঙ্গুল বাশের বাঁশি মধ্যে মধ্যে ছেদা
নাম ধরিয়া বাজায় বাশি কলঙ্কিনী রাধে গো
আমার মনটা নিরাই বাঁশরী বাজাইয়া)


ভাইবে রাধারমণ বলে শোন রে শ্যামকালিয়া
আমার নিভা ছিল মনের আগুন কেন দিলা জ্বালাইয়া রে ।।


বিঃদ্রঃ কানিজ খন্দকার মিতু গানটি সংক্ষিপ্ত করে গেয়েছেন ফলে একটি প্যারা বাদ পড়েছে। বাদ পরা প্যারাটি আমি ব্রাকেটের মধ্যে তুলে দিলাম।