স্বপনের মল্লিকা আজ তোমায় দিলাম
কবে যে ফুটবে ফুল আশায় ছিলাম ।।


আবেশের পদ্ম কলি ছিল যে পদ্ম বনে
ফুটেছে দেখতে পেলাম সে এখন আমার মনে
দু'হাতে তাকেও আমি তুলে নিলাম ।।


যেভাবে নীল আকাশের ছায়াতে আছি দু'জন
যেভাবে হৃদয় ভরে শুনে যাই কুহুর কুজন
সে ছবি এই জীবনের সঙ্গে নিলাম ।।