শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন
তোমাকে যে ভালোবাসি আমি তেমন
তুমি চন্দ্র আমি জোছনা,
তুমি নদী আমি তৃষ্ণা ।।


তোমাকেই জানি আমি
আমি শুধু তোমাকেই চিনি
যতো কাছে আজ আছি
ততো কাছে বরো চিরদিনই
তুমি রাত্রি আমি নিদ্রা
তুমি স্বপ্ন আমি তন্দ্রা ।।


ফুল ফোঁটে ফুল ঝরে
কিছু ফুল পায়ে দেবো তাকে
কতো জন্মের পূণ্যের ফলে
এই জন্মে পেয়েছি তোমাকে
তুমি ভাগ্য আমি রেখা
তুমি প্রদীপ আমি শিখা ।।