না, অভিমানে চলে যেও না---
এখনই শেষের গান গেও না ||


এখনো হৃদয়ে কাঁদে তিয়াসা,
এর চেয়ে ভালো ছিল না-আসা |
এ তিথি এখনো আবেশে জড়ানো
ভেঙে দিতে তাকে চেও না ||