ও কেনো এতো সুন্দরী হলো !
অমনি করে ফিরে তাকালো ।
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ ।।
সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে,
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে ।
ও কেনো তখন উড়িয়ে আচল
খোলা চুলে বাইরে এলো ।।
দেখে তো আমি মুগ্ধ হবোই...
সবে যখন প্রাণে আমার মন জেগেছে,
পৃথিবীটা একটুখানি বদলে গেছে ।
ও কেনো তখন হঠাৎ এমন
বিনা কাজে সামনে এলো ।।
দেখে তো আমি মুগ্ধ হবোই...