বলবো কি করে কি হলো আমার
কি হারালো আর কি এলো আবার ।


মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে
তুমি যে আমার, তুমি আরতো কারো না
আমায় ভুলবে না,
এই কথা ভুলবে না ।।


এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দু'জনায় এক শুভ লগনে
আমায় ফেলে আর কারো সাথে চলবে না ।।


আমার যতো প্রেম তা দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে
ভালোবাসি আর তুমি কাউকে বলবে না ।।