মা মাগো মা, মা গো মা,
আমি এলাম তোমার কোলে,
তোমার ছায়ায় তোমার মায়ায়
মানুষ হব বলে ।।


দূর অজানার কল্পলোকের ওপার হতে
সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে।
সূর্য সোনার আশির্বাদে,
আলোয় এলাম চলে ।।


তোমার রক্তকণায় ঠাঁই দিলে মা
ধন্য হলাম আমি,
চোখ মেলতেই তোমার দুচোখ
দেখতে পেলাম আমি,
ধন্য হলাম আমি ।


আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা ,
বুঝিযে দিলে মা হওয়া নয় মুখের কথা।
আমার কান্না হল মধুর হাসি,
তোমার মন্ত্রবলে ।।