কোনো কিছু নেই তো আমার
কাউকে দেবার মতো
তুমি দিলে যে গান আমায়
তার বেশি জানি না তো ।।


এতো বড় সুনীল আকাশ
তার নীচে ছোট্ট পুরী
কি দেবো বন্ধু আমি
কি আছে মাধুরী
ছোট্ট ফুল যে আমি
পাপড়ি মেলবো কতো ।।


করি না কিছুই আশা
নেই মোর কোনোই চাওয়া
অন্তে শুধু আছো গো
তাই মোর এ গান গাওয়া
এ গানে হোক একাকার
সুখ আর দুঃখ যতো ।।