খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী ---
এর বাইরে জগত আছে, তোমরা মানো না ;
তোমাদের কোন্ টা হাসি কোন্ টা ব্যথা,
কোন্ টা প্রলাপ কোন্ টা কথা---
তোমরা নিজেই জানো না ||


তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও |
তোমাদের কোন্ টা বাসর, কোন্ টা হারেম,
কোন্ টা নেশা, কোন্ টা যে প্রেম---
তোমরা নিজেই জানো না ||


জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধু চোখের ভুলে |
তোমাদের কোন্ টা আসল কোন্ টা নকল,
কোন্ টা শুধু জবর দখল---
তোমরা নিজেই জানো না ||