কবে কোন্ তারা জ্বলা রাতের ছায়ায়,
ঘুমভাঙা নামহারা ফুলের মায়ায় ।
আমরা দু’জনে এসেছি
দু’জনারে ভালোবেসেছি ।।
আধ ফোঁটা মল্লিকা লতা
শুনে গেছে দু’জনার কথা
পল্লবে মৌসুমী যেমন হাসে
তারই অনুরাগে হেসেছি ।।
পাখীরা যেমন করে পালক ঝরায়
দিনগুলি তারি মতো ঝরেছে হাওয়ায় ।
কুলভাঙা সাগরের গানে,
অজানারে ছুঁয়ে গেছি প্রাণে
পাল তোলা ঢেউ তোলা নদীর মতো
তারই কলতানে ভেসেছি ।।