যতোই করো বাহানা যতোই বলো না না
বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা ।।
যতোই আড়ালে থাক, পাতায় লুকানো থাক সে
ফুলের সুগন্ধ তো বয়ে যাবেই বাতাসে
খবর ছড়াবে তার দেরি হবে না আর
দুষ্টু প্রজাপতি মেলে দেবে পাখনা ।।
যেথায় সেভাবে যাই, আমরা যে তোকেই চাই
প্রেমের ফাঁদ যে পাতা দিতেই হবে ধরা যে
আছে কপালে যা, হবেই হবে যে তা
পর্দা উড়ে যাবে সরে যাবে ওড়না ।।