যেখানেই থাকো সুখে থাকো
এই আমি শুধু চাই
এই শুভরাতে এই কামনাতে
আমি যে তাই গান গাই ।।
মনে করো এ গান আমার
অনুরাগে ভরা উপহার
আমার প্রাণের মাঝে নিত্য যে সুর বাজে
আমি রেখে যাই তাই ।।
আমার যতো সাজ হারালো যে আজ
ফিরে পাবো তাকে যে আবার
এ জীবন চলে গেলে নতুন জন্ম এলে
এই আমি বলে যাই ।।