এসো যৌবন এসো হে, বন্ধু এসো
এসো জীবন আমার করো ধন্য ।
দিন গুনেছি তোমারি জন্য, তোমারি জন্য ।।
আরো ভাষা দাও প্রানে
আরো সুর দাও গানে ।
ছন্দ দোলায় উঠুক দুলে পুস্পিত মন অরন্য।।
দাও আরো ভালবাসা
আর বেশি প্রত্যাশা ।
সম্ভাবনার স্বপ্ন দিয়ে আমায় করো অনন্য ।।