বৌ কথা কও গায় যে পাখী বৌ কি কথা কয়
মৌ ঝরে যায় মান করে সে ঘরের কোণে রয় !
লাল পলাশের লাজ ভাঙিয়ে কে দোল দিয়েছে
কোন সোহাগে মন-ভরানো পরাগ নিয়েছে
ভালোলাগে অনুরাগে ও গো
আবার সে-কথা যদি হয় ।।


নীল আকাশে ঢেউ জেগেছে কেউ তা জানেনা
মন-পবনের নাও ছুটে যায় বাঁধন মানেনা,
আজ খেয়ালী সাজ পরে কে নতুন হয়েছে
কোন খুশীতে প্রাণ রাঙিয়ে দূরেই রয়েছে
ভালোবেসে কাছে এসে ওগো
আবার সে কিছু যদি কয় ।।


কার বাঁশীতে বাসন্তী রঙ হাওয়ায় ভেসেছে
এই ভুবনে আজ কি নতুন খবর এসেছে,
কেউ জানেনা কোন্ হাসিতে হৃদয় জেগেছে
সুরবাহারে কার পরশে কাঁপন লেগেছে  
ভালোলাগে অনুরাগে ওগো
আবার সে-কথা যদি হয় ।।