আমি- রামরসায়ন পান করে যে মাতাল হয়েছি ।
এখন- কাপড় বুনবে কে ?
আমি- রামের প্রেমের জীয়ন রসে
সব কিছু কাজ সঁপে দিয়েছি ।।
ও মন- তুই ভেবেছিস কুঁচি দিয়ে
আমি- রেখেছি সব জট্ ছাড়িয়ে
সূতোর- জট ছাড়াবার কুঁচিই বেচে
রস যে খেয়েছি ।।
আমি- তাঁত বুনতে এসে
রামের নেশায় কোথায় গেলাম ভেসে ।
দেখি- নাচছে ‘পোড়েন’ নাচছে ‘তানা’
নাচে- পুরোনো সেই ‘কুঁচি’ খানা
কাজের তাঁতকে ঘিরে নাচছে কবীর
কী রস পিয়েছে ।।