আমার ক’বার মরণ হবে বলো,
যেদিন এসেছো তুমি
মরণ তো সেদিনেই হলো ||


আসুক না বরষা-
উঠুক ঘূর্ণী ঢেউ,
বাঁধ ভাঙা নদীতীরে---
না থাক অন্য কেউ।
তুমি যদি থাকো
চির সাথী করে নিয়ে চলো ||


দুঃখ ভাবছো যাকে
সে আমার বড় সুখ,
তোমাকে পেয়েই জেনো ---
আনন্দে ভরে বুক।
এসো কাছে এসো
আমার অশ্রু মুছে ফ্যালো ||