সবার চেয়ে যে ছিলো গো আপন
আজ সে আমাকে করে দিলো পর  ।।


যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম
এই অমানুষ মানুষ হলাম
অনেক সুখের সেই বাতাস হলো
কালবৈশাখীর ঝড় ।।


মাকে আমি পাইনি বলে
মা হয়ে সে নিয়েছে কোলে
সেই ভেঙে দিলো তার হাতে গড়া
এতো যে সাধের এই ঘর ।।