আজ দিদির বিয়ের শুভ লগন
নাচে আমার প্রাণ আর আমার মন
আজ কীযে আনন্দ কীযে মজা
আয়, আয়রে অনুদে শঙ্খ বাজা ।।
যা চেয়েছি আমি তা করলে তুমি
আজ ছলাকলাতে আসলে তুমি
নিজে গায়ে হলুদ যে মাখলে তুমি
সেই হলুদ তাকে পাঠালে তুমি
ওই হলুদ দিয়ে দিদিকে সাজা ।।
আমার দিদির দু'হাতে মেহেদি মেখে
দিলাম কপালে চন্দন তর্কা এঁকে
সোনার মুক্ত চুড়িতে হাত ভরালাম
সাধের এ মণিহার গলায় পরিয়ে দিলাম
দেখে মূর্ছা যাবে প্রাণের রাজা ।।
এলো টোকর পড়ে বর এলো রে
ছুটে যারে সবাই নিতে বরণ করে
চোখে পানের পাতাটা সরবে যখন
শুভ দৃষ্টি শুধু যে হবে তখন
মালা বদল হবে আরো সোজা ।।