আপন ইচ্ছায় আসিনি আমি পাঠায়েছো হে তুমি
গুনময়,গুননিধি, হে অর্ন্তযামী।।


নদী,সাগরের তরঙ্গে ভাসিয়া
এসেছি এখানে তোমাতে মিলিয়া
তুমি আছো আমার মাঝে
তাই চলি তাই চলে এ নৌকা
তুমি ভাসায়েছো ওহে নাথ
তাইতো আমি অকূলে ভাসি।।


হিংসা,নিন্দা ধন লোভে
কত অপরাধ করে যাই তবে
তোমার মুরতি কখনো বলেনা
এসব করোনা তুমি
বিবেকের দ্বার খুলে দিয়ে প্রভু
তুমি বসে দেখো সবি।।