প্রভুজী, প্রভুজী, প্রভুজী তুমি দাও দরশন,
আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন ।
জনমে জনমে আমি তোমারি
জারী আমি প্রভু তুমি চন্দন ।।
কে আছে আমার বল জীবনে মরণে
শরণ নিয়েছি তোমার চরণে ।
তুমি ছাড়া সুখ নাহি, তুমি ছাড়া কে আপন ।।
তুমি ধ্রুবতারা পথের আঁধারে
তব প্রেম জ্যোতি দেখাও আমারে ।
মীরার প্রভু তুমি ওগো গিরিধারী
নাগর প্রভু তুমি মীরার প্রভু ।
মীরার প্রভু ওগো গিরিধারী নাগর
তোমার আমার চির বন্ধন ।।