ও তোর জীবনবীনা আপনি বাজে
দুঃখ সুখের দুই তারে,
ভাঙা গড়ার নিত্য খেলা জীবন নদীর দুই পারে ।
এ জীবনে চলার পথে
আনন্দে তুই গান করে যা ।।


কি পেলি তুই কি হারালি
হিসাব করে কাজ কি বল
তোর দুঃখ গাঁথার মিলন পাতায়
ফুটবে সুখের কমল দল ।
কাঁটার ব্যথা আপনি লয়ে
ফুলগুলি তোর গান করে যা ।।


দিন দুনিয়ার মালিক যিনি
জীবন চলে যাঁর হাতে
এক হাতে যার গরল আছে
অমৃত রয় আর হাতে ।
আপন হাতে যা দেয় প্রভু
তাই নিয়ে তুই পান করে যা ।।