নিদহারা আজ রাতে গায় পাপিয়া---
এই রাত যাবে কি ভুলিয়া ||
চামেলি বিতানে আধোছায়া চাঁদিনী
মনোবীণাতারে মৃদু মৃদু রাগিণী ।
মোর জীবনে এই রাত আর না ফিরে আসিবে
এই বসন্ত চাঁদনি আর না কভু হাসিবে ।
নিভু এ দীপশিখা ওঠে দুলিয়া | |
কী হবে গো ভাবিয়া ও জীবনে কি পেলাম
জীবনে দেয়া নেয়া ভালোবাসা তারই নাম |
তৃষিত ও হৃদয়ের পিয়ালাটি ভরে দাও
জীবনের অভিলাষী এই সুরে গেঁথে নাও ।
যে সুরে পাপিয়া ডাকছে পিয়া ||
জানি পোহাবে হায় এই মধু যামিনী
মনে রবে না আর আজিকার এ কাহিনী |
তবু হিয়া মম এই কথা আজি শুধায়
গোধূলি মায়াসম প্রেম সে কি মুছে যায় ।
যাও যদি সেই কথাটি যাও বলিয়া ।।