মোর, জীবনের দু’টি রাতি,
তারই স্মৃতি লয়ে মনের গহনে
জ্বলে আজও দু’টি বাতি ।
জীবনের দুটি বাতি ।।
একটি নিশীথে শুধু কাছে পাওয়া
একটিতে হায় দূরে চলে যাওয়া,
মনে পড়ে আজও কবে মালা দিলো
ভুলে গেল কবে সাথী ।।
একটি রজনী আনিল জীবনে
শত ফাগুনের দান,
মিলনের যত গান ।
একটি রজনী আঁখি কোণে মোর
দিয়ে গেল হায় শুধু আঁখি লোর,
মিলন বিরহ দুটি ফুলে আজই
স্মৃতির মালিকা গাঁথি ।।