খেলাঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায় ।
বাঁশী শুধু কেন নাম ধরে ডাকে
আজো মোর আঙিনায় ।।
মালতীর মালাখানি
রেখে গেলে অভিমানি
আশার মুকুল সেথায় বিরহে ঝরিয়া যায় ।।
চৈতি রাতের আকুল উজল বান,
ভুলে গেলে তুমি দিলে না দিলে না
দিলে না তো কোনও গান ।
মোর যত আশা ফুল
না পেল না তো আজো কুল
কুল হতে শুধু দূরে চলে যায় নিরালায় ।।