যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান,
আমি এসেছিনু তোমার সভায়
দু’দিন শোনাতে গান ।।
আমি এসেছিনু অবসর ক্ষণে
মুকুল ফোটাতে তব মনোবনে,
তার বিনিময়ে আমি কোনোদিন
চাইনি তো প্রতিদান ।।
প্রভাতে কে আর মনে রাখে বল
রজনী শেষের চাঁদে
শুধু দু’দিনের সাথী রেখে আর
মালার বাঁধনে বাঁধে ।
গান সারা হলো আমি যাই সরে
কোন ক্ষতি নাই ভুলে যেতে মোরে,
তোমার আকাশে ফুটুক জোছনা
মোর দিন অবসান ।।