যে ভালোবাসায় কেবলই কাঁদায়,
সোইতো আমার ভালো,
প্রিয় সেই তো আমার ভালো,
তুমি ব্যথার আগুনে জ্বালাবে যতই
আমি দেব তত আলো ।।
এই জীবনে যদি নাহি হয় পাওয়া
কাঙালের মত কেন তবে চাওয়া,
তোমার আকাশে থাক মধুরাতি
আমার আঁধার কালো ।।
এই তো আমার ব্রত, প্রিয় এই তো আমার ব্রত,
যেন তোমারই পূজায় ক্ষয় হয়ে যায়
এ প্রাণ ধূপের মত ।
না পাওয়ার ব্যথা আমার হৃদয়ে
প্রেমের সুরভি ছড়ালো ।।