যাই তবে চলে যাই,
চোখে যদি আসে জল
তাই গোপনে বিদায় চাই ।।


আলেয়ার ইশারায়
মিছে ডুবে ছিনু হায়,
কি হবে হেথা খেলাঘর বেঁধে
ভালবাসা যেথা নাই ।।


বনের পাখিরে ধরিয়া রেখো না আর
যদি প্রাণের পরশ নাই দিতে পারো
খুলে দিও তবে দ্বার,
এর চেয়ে ভাল অসীম আকাশ
বিদায় নিলাম তাই ।।